রিপোর্টার্স২৪ ডেস্ক: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচন ক্রমশ একটি অবধারিত ঘটনা হিসেবে পরিণত হচ্ছে। যে কোনো ঘটনার দিকে পৌঁছানোর পথে বিভিন্ন সমস্যা থাকলেও সবাই আশা করছেন, নির্বাচন যথাসময়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং ফলাফল দেশের পরিবর্তনের প্রচেষ্টাকে এগিয়ে নেবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীতে আঞ্চলিক পরামর্শ সভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত এই সভায় রাজশাহীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগে নেতারা কথা বলতেন, জনতা শুনতো। এখন মানুষ নিজেদের বক্তব্য প্রকাশ করছে। তারা দেখতে চাচ্ছেন একটি নির্বাচন যেখানে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন। এখানে নির্বাচনের ব্যয় নিয়ন্ত্রণ এবং উপযুক্ত প্রার্থী নির্বাচন প্রসঙ্গে জনমতের গুরুত্ব অনেক বেশি।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীরা মনে করছেন, নির্বাচনের ব্যয় যদি কমানো না যায়, তাহলে দুর্নীতি কমানোও কঠিন হবে। আর নির্বাচনের পর জবাবদিহিতার মাধ্যমে জনপ্রতিনিধিদের কার্যক্রমের হিসাব দেওয়াও জরুরি বলে জানান তিনি।
ড. দেবপ্রিয় বলেন, স্বাস্থ্যসেবা, মানসম্পন্ন শিক্ষা, দরিদ্রদের সামাজিক সুরক্ষা গুরুত্বপূর্ণ হলেও আলোচনার মূল কেন্দ্রে এসেছে নিরাপত্তা। এটি কেবল অর্থনৈতিক নয়, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক নিরাপত্তার দিক থেকেও গুরুত্ব বহন করে। মানুষ এটিকে সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের দক্ষতা ও সরকারের রাজনৈতিক মনোভাবের সঙ্গে সম্পর্কিতভাবে দেখেছেন।
সভায় সমাপনী বক্তব্য রাখেন সিপিডির ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন খানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন।
রিপোর্টার্স২৪/আরকে