বরিশাল প্রতিনিধি: বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। শুক্রবার (১৪ নভেম্বর) রাত দুইটার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় আসামি মাসুমসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিদের হামলায় লাঠি ও ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে শনিবার কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেপ্তারকৃৃত আসামীরা হলেন- বরিশাল নগরীর ভাটারখাল এলাকার রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।
মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি বছর দায়ের হওয়া একটি মামলার আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে ভাটারখাল এলাকায় গেলে, পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তার পরিবারের সদস্যরা হঠাৎ হামলা চালায়। এসময় ৬০-৭০ জন ব্যক্তি লাঠি ও ইট ছুড়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়, যার ফলে এসআই নাসিম হোসেন গুরুতরসহ তিন পুলিশ সদস্য আহত হন। মাসুম পুলিশের হাত থেকে কামড়ে পালিয়ে গেলেও চারজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মিজানুর রহমান জানান, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/আয়েশা