| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে সল্লা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2622 বার পঠিত
কালিহাতীতে সল্লা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বর্ধিত সভা।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সল্লা এলাকায় আয়োজিত এ সভাকে কেন্দ্র করে সকাল থেকেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে নেতা-কর্মীরা মিছিল সহকারে মাঠে সমবেত হন। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজীর আহমেদ টিটো। অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন,

“বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়- এটি বাংলাদেশের মানুষের স্বপ্ন, অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামের শক্তি। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা আন্দোলন করছি, আর এ সংগ্রামে তৃণমূল কর্মীরাই আমাদের সাহস ও শক্তি।”

তিনি আরও বলেন, “আমি যেখানে যাই, কালিহাতীর মানুষের ভালোবাসা আমাকে টেনে আনে। সত্যি বলতে, কালিহাতী আমার প্রাণ। এই এলাকার মানুষের শক্তিই আমাকে এগিয়ে চলার পথ দেখায়। যে বাধাই আসুক, জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিএনপি পিছু হটবে না। চাপ, ভয় বা দমন-পীড়ন আমাদের দমিয়ে রাখতে পারবে না। তৃণমূলের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ মিনু, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আব্দুস ছাত্তার পলু, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

বক্তারা বলেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল থেকেই শক্তিশালী আন্দোলন গড়ে তোলা জরুরি।

সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, সল্লা ইউনিয়নের এ বর্ধিত সভা ভবিষ্যৎ আন্দোলন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূলকে আরও সুসংহত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪