| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ দলের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন

  • আপডেট টাইম: 16-11-2025 ইং
  • 905 বার পঠিত
৬ দলের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন

রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলে আরও ছয়টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল সেশনে সংলাপে অংশ নিয়েছে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এদিকে সোমবার (১৭ নভেম্বর) আরও ছয়টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংলাপে বসবে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪