সিনিয়র রিপোর্টার: জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এ বাংলাদেশ প্যাভিলিয়নে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সময় রোববার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ধনী দেশগুলো বারবার প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু অর্থায়ন আমরা দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার। তাই এটি অনুদান আকারে প্রদান করতে হবে।
উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যারা, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের সঙ্গে একটি অসম যুদ্ধ চালাচ্ছে। আমরা বাংলাদেশ ও দুর্বল রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এ পরিস্থিতি আরও স্পষ্টভাবে অনুভব করি।
তিনি নারীর অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন নারীদের উপর গভীর প্রভাব ফেলে। ভবিষ্যতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতিসংঘের জলবায়ু আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
ফরিদা আখতার আরও উল্লেখ করেন, তরুণদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের বক্তব্য, প্রশ্ন ও সক্রিয় অংশগ্রহণ জলবায়ু আলোচনায় নতুন মাত্রা যোগ করছে।
মৎস্য ক্ষেত্রে তিনি বলেন, নদীর স্বভাব বদল, আবাসস্থল নষ্ট হওয়া ও জলবায়ুজনিত চাপ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে সংকটে ফেলছে। এতে পেশা হারানোর ঝুঁকিতে পড়ছেন মৎস্যজীবীরা। প্রকৃতি আমাদেরকে এই সম্পদ দিয়েছে, তাই এ সম্পদ রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা জরুরি।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, পরিবেশ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশের পরিচালক এম. হাফিজুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে