রিপোর্টার্স২৪ ডেস্ক :
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি। তিনি নেতৃত্ব দিয়ে এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু তার ছেলে ৭১-পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছেন। তার মেয়েও বাংলাদেশের ব্যাংক ডাকাতি ও লুট করে চলে গেছেন।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা চত্বরে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণজমায়েত ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শামীম সাঈদী বলেন, ‘শেখ পরিবারের লোকজন ক্ষমতায় থাকতে দেশব্যাপী চাঁদাবাজি ও দুর্নীতি করেছে। বিভিন্ন রাস্তাঘাট না করেই বিল তুলে নিয়ে গেছে। শুধু পিরোজপুরেই ২৬ শত কোটি টাকা তারা চুরি করে নিয়ে গেছে। আমরা চোরদের বিপক্ষে। জুলাই মাসের বিপ্লবের লক্ষ্য অনুযায়ী আমরা সব রকম অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে থাকব।
তিনি আরো বলেন, ‘গত জুলাই মাসে ছাত্রলীগ-যুবলীগের লোকজন জামায়াতে ইসলামী আর ছাত্রশিবিরের লোকদের ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল। আল্লাহ গাড়ির চাকা ঘুরিয়ে দিয়েছেন। এখন আমরা ইচ্ছা করলে তাদেরকেও পিটিয়ে পুলিশের হাতে তুলে দিতে পারি। কিন্তু আমরা সেটা করব না, কারণ আমরা জুলুমবাজের পক্ষে নই।
হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো সখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নেই। আমাদের পাসপোর্ট বলে আমরা সবাই বাংলাদেশি। আমাদের সংগ্রামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন- এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবার একটাই পরিচয়—সবাই বাংলাদেশি। এ দেশে কোনোপ্রকার সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ চলবে না। আমার বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন এমপি ছিলেন পিরোজপুরের হিন্দুরা নিরাপদে ছিল। হাসিনা সরকার তাকে ১৩ বছর জেলে রেখেই ক্ষান্ত হননি তাকে সুস্থাবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করেছেন। আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এ দেশের হিন্দুরাও নিরাপদ থাকবে। তাদের বাড়িঘর-দোকানপাট কিছুই বেদখল হবে না। আমরা হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সোনার বাংলা গড়ব ইনশাআল্লাহ।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে কোনোপ্রকার চোখরাঙ্গানি চলবে না। পক্ষে থাকুন আর বিপক্ষে থাকুন ভদ্রমত থাকবেন। কোনো ধরনের অভদ্রতা, উশৃংখলতা জামায়াতে ইসলামী করে না সহ্যও করবে না। আপনাদের ভয় নাই। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির আপনাদের পাশে আছি। আপনারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাষ্ট্রপরিচালনার সুযোগ দেবেন।’
উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর মাও. শাহ মো. আরিফ বিল্লাহ সিদ্দিকী, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. সিদ্দিকুল ইসলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশনের সেক্রেটারি মাও. শফিকুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।