| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা : শ্রমবাজার খোলার প্রত্যাশায় প্রবাসীরা

  • আপডেট টাইম: 10-08-2025 ইং
  • 389918 বার পঠিত
মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা : শ্রমবাজার খোলার প্রত্যাশায় প্রবাসীরা
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম/ফাইল ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া সফরে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রত্যাশার পারদ চড়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলে যেতে পারে—এমন আশায় বুক বাঁধছেন তারা।


প্রবাসীদের প্রত্যাশা

মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. আনিছুর রহমান বলেন, সাধারণ শ্রমিক থেকে শিক্ষিত শ্রেণি—সবারই আশা এবার শ্রমবাজার খুলবে। এতে শুধু নতুন কর্মসংস্থানই হবে না, প্রবাসী ১২ লাখ বাংলাদেশির নানা সমস্যার সমাধানও সম্ভব হবে।

আরেক প্রবাসী মকবুল হোসেন আশা প্রকাশ করে বলেন, ড. ইউনূসের আলোচনায় অবৈধ কর্মীদের বৈধতা প্রদান ও ভিসা জটিলতার সমাধান অগ্রাধিকার পাবে। এতে রেমিট্যান্স আয়ও বাড়বে।


দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি

ঢাকা-কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১২ আগস্ট) দুই দেশের শীর্ষ বৈঠকে শ্রমিক প্রেরণ, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য ও সমুদ্র অর্থনীতি নিয়ে আলোচনা হবে। পরে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি নোট বিনিময় হওয়ার কথা।


সম্ভাব্য এমওইউগুলো হলো—


  • প্রতিরক্ষা সহযোগিতা


  • জ্বালানি


  • বিআইআইএসএস ও আইএসআইএস মালয়েশিয়া সহযোগিতা


  • বিএমসিসিআই ও মিমোস চুক্তি


  • এফবিসিসিআই ও এমআইসিসিআই চুক্তি


নোট বিনিময়ের বিষয়গুলো—


  • হালাল খাদ্য ব্যবস্থাপনা


  • ফরেন সার্ভিস একাডেমি ও আইডিএফআর সহযোগিতা


  • উচ্চশিক্ষা খাত


সফরের অন্যান্য কর্মসূচি

প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবসায়িক সেমিনারে অংশগ্রহণ, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়, মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ অন্তর্ভুক্ত রয়েছে সফরসূচিতে।


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সফর সম্পর্কে বলেন, “সর্বোচ্চ পর্যায়ে সফর হচ্ছে এবং দুই দেশের সরকার প্রধানের মধ্যে ভালো রসায়ন আছে—এটি কাজে লাগিয়ে আমরা অনেক বাধা দূর করতে চাই।”


প্রধান উপদেষ্টা ১৩ আগস্ট ঢাকার উদ্দেশে ফিরবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪