| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

  • আপডেট টাইম: 22-08-2025 ইং
  • 361697 বার পঠিত
রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে এবং সকালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) ও রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)।  

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, রাফিয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ আগস্ট থেকে এবং আইয়ুব ১৯ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া ভোর সাড়ে ৪টার দিকে মারা যান। আর আইয়ুব মারা গেছেন সকাল ৭টা ৪০ মিনিটে। এ নিয়ে চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪