| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে নবান্ন উৎসব

  • আপডেট টাইম: 16-11-2025 ইং
  • 334 বার পঠিত
ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে নবান্ন উৎসব

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল গ্রামীণ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী লাঠিখেলার প্রাণবন্ত অনুষ্ঠান। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের সূচনা হয়।

নববর্ষ ও নবান্নের অনুভূতিতে শিক্ষার্থীরা সেজেছিল গ্রামীণ নানান চরিত্রে, কেউ কৃষক ও কৃষাণী , কেউ জেলে, কেউ কুমার, কেউ তাতী আবার কেউ গায়ের বধূ। তাদের এই গ্রামীণ রূপে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক টুকরো বাংলার ঐতিহ্যবাহী গ্রামাঞ্চলে।

উৎসবে অন্যতম আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও মেতে ওঠেন। পুরো বিদ্যালয় জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

অভিভাবকরা জানান, পাঠদানের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের স্কুলমুখী করে এবং পড়ালেখায় আগ্রহ বাড়ায়। এরকম উদ্যোগের জন্য একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অভিভাবকগন ।

মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা নবান্ন উৎসব আয়োজন করেছি। শুধু নবান্ন নয়, শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমরা নিয়মিতই বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনের চেষ্টা করি। এতে বাচ্চারা বিদ্যালয়ে আসতে আরও আগ্রহী হয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪