| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকুন্দিয়ায় আগুনে ৪ দোকান পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম: 16-11-2025 ইং
  • 757 বার পঠিত
পাকুন্দিয়ায় আগুনে ৪ দোকান পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শনিবার (১৫ নভেম্বর) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ডিগ্রি কলেজগেট এলাকায় ফুচকার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পাশের টাইলসের দোকান, একটি স্টুডিও এবং হোটেলের পেছনের অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, ফুচকার দোকান, টাইলসের দোকান, একটি স্টুডিও এবং একটি হোটেলের পেছনের অংশসহ চারটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। আগুনে দোকানগুলোর কাঠামো, মালামাল, আসবাবপত্র সবকিছুই ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সারোয়ার হোসেন জানিয়েছেন, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি, তবে ব্যবসায়ীরা তাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪