| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বিচার দাবি

  • আপডেট টাইম: 26-09-2025 ইং
  • 248436 বার পঠিত
সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বিচার দাবি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় তিন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শৈলকুপা প্রেসক্লাবের সামনে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে। এতে শৈলকুপা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখাসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন একাত্মতা প্রকাশ করে।

কর্মসূচিতে সংগঠনের সদস্য সচিব শেখ ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, খবরের কাগজের আলমগীর অরণ্য, ডেইলি ইন্ডাস্ট্রির শিহাব মল্লিক, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ শাখার সভাপতি স্বপন মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও লাঞ্ছিত করা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে। তারা অবিলম্বে অভিযুক্ত পৌর আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪