| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বাসে পোশাক নিয়ে কটূক্তি, প্রতিবাদে জুতাপেটা

  • আপডেট টাইম: 29-10-2025 ইং
  • 77774 বার পঠিত
ঢাকার বাসে পোশাক নিয়ে কটূক্তি,  প্রতিবাদে জুতাপেটা
ছবির ক্যাপশন: ঢাকার বাসে পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদে জুতাপেটা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার লোকাল বাসের ঘটনা। বাসে উঠেছেন এক তরুণী। তিনি পরেছেন জিন্স ও টপ। বাসে ওঠার পর এক ব্যক্তি ঐ তরুণীকে পোশাক নিয়ে কটূ কথা বলতে শুরু করেন। এরপর তরুণী কটুক্তিকারীকে জুতাপেটা করেন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা গেছে, পোশাক নিয়ে সামনের সিটে বসা এক ব্যক্তি কটু কথা বলেন  এক তরুণীকে, এসময়  ওই তরুণী  প্রতিবাদ করে সামনে এগিয়ে যান ,উত্তেজিত হয়ে বলতে থাকেন ‘তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি?’ পোশাক নিয়ে কটূ কথা বলা ব্যক্তিটি উঠে দাঁড়িয়ে  তরুণীকে চড় মারে। এরপর ঐ তরুণী পা থেকে জুতা খুলে ঐ ব্যক্তিকে জুতাপেটা করে।

এরপর দেখা যায়, ঐ ব্যক্তি তরুণীকে মারতে মারতে বাসের ড্রাইভিং সিটের কাছে ফেলে দেয় লোকটি। মেয়েটি উঠে দাঁড়িয়ে লোকটি ফের জুতাপেটা করে।

সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি তুমুল প্রতিক্রিয়া তৈরি করেছে। নেটিজেনরা নানা মন্তব্য করছেন। মেয়েটিকে অনেকেই বাহবা জানাচ্ছেন, পোশাক নিয়ে কটু কথা বলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। অপরদিকে কেউ কেউ ঐ তরুণীর সমালোচনা করতে চাইছেন।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪