| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাদিক কায়েম থেকে জামায়াত, সার্চ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে যারা?

  • আপডেট টাইম: 03-10-2025 ইং
  • 208793 বার পঠিত
সাদিক কায়েম থেকে জামায়াত, সার্চ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে যারা?

রিপোর্টার্স২৪ ডেস্ক : গত সেপ্টেম্বর মাসে বাংলা উইকিপিডিয়ায় কোন কোন পাতা সবচেয়ে বেশি পড়া হয়েছে-তার ভিত্তিতে প্রকাশিত শীর্ষ ২০ তালিকায় উঠে এসেছে ছাত্ররাজনীতি, সংগঠন, ব্যক্তিত্ব ও সাম্প্রতিক ঘটনাবলী।

সবচেয়ে বেশি দেখা পাতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-সংক্রান্ত নিবন্ধ, যা প্রায় ১ লাখ বার দেখা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ডাকসুর সাধারণ পাতা, যার পাঠকসংখ্যা প্রায় ৯৫ হাজার।

তৃতীয় স্থানে রয়েছেন গায়ক জুবিন গর্গ, তার পাতাটি দেখেছেন প্রায় ৪৭ হাজার পাঠক। ৭ নম্বরে রয়েছেন সাদিক কায়েম, তার পাতা পড়া হয়েছে ৩০ হাজারেরও বেশি বার।

রাজনৈতিক সংগঠন নিয়েও ব্যবহারকারীদের আগ্রহ লক্ষণীয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাতা পড়া হয়েছে ২৩ হাজার ৪৭৬ বার এবং এটি ১০তম স্থানে রয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাতা দেখেছেন প্রায় ২৩ হাজার পাঠক। এটি রয়েছে ১১তম স্থানে। 


গত আগস্ট মাসের তালিকায় শীর্ষে ছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু, তার পাতা পড়া হয়েছিল প্রায় ৪৫ হাজার বার। ওই মাসে ডাকসু ছিল তৃতীয় স্থানে। জামায়াত ছিল ১২তম ও বিএনপি ১৫তম স্থানে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাতা পড়া হয়েছিল প্রায় ২০ হাজার বার, যা ছিল ২০তম স্থানে।

শীর্ষ তালিকায় আরও স্থান পেয়েছে-স্বাধীনতা দিবস (ভারত), আখেরি চাহার সোম্বা, বাংলাদেশ এবং কিছু বিনোদনকেন্দ্রিক বিষয় যেমন- জনপ্রিয় সংগীত অ্যালবাম।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪