রিপোর্টার্স২৪ ডেস্ক : ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। নতুন টেলিকম নীতি বাস্তবায়নের পর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বৃদ্ধি পাবে।
সোমবার (৩ নভেম্বর) দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে ৫০০ টাকার সংযোগের খরচ বেড়ে যাবে ৬০০ টাকায় এবং এক হাজার টাকার সংযোগের খরচ হবে ১২০০ টাকা। এটি প্রত্যেক গ্রাহকের ওপর সরাসরি প্রভাব ফেলবে।
তিনি আরও জানান, টেলিকম নীতি সংশোধন না হলে ডিজিটাল পরিষেবা ব্যাহত হবে এবং দেশের ডিজিটাল অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এটি ডিজিটালি শাটডাউন-এর মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
আইএসপিএবি সভাপতি বিশেষভাবে আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে নীতিতে হস্তক্ষেপের জন্য সতর্ক করেছেন। তিনি বলেন, দেশের জনগণ যাতে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারে, তার জন্য সবার উচিত নীতিগত সমন্বয় এবং দ্রুত সমাধান করা। নতুন নীতির ফলে ইন্টারনেট গ্রাহকরা শুধু উচ্চ খরচের মুখোমুখি হবেন না, বরং এতে দেশব্যাপী ডিজিটাল সংযোগ ও তথ্যপ্রবাহেও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করছেন।
বিশেষজ্ঞরা মনে করান, বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ ও ই-সেবা বৃদ্ধির জন্য স্থিতিশীল এবং সাশ্রয়ী ইন্টারনেট পরিবেশ অপরিহার্য। নীতি সংশোধনের ক্ষেত্রে তা অবহেলা করলে সাধারণ ব্যবহারকারী থেকে ব্যবসায়ী—সবার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম