| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিলসে আসক্তি কমাতে ইউটিউব এনেছে নতুন ফিচার ‘শর্টস টাইমার’

  • আপডেট টাইম: 30-10-2025 ইং
  • 70533 বার পঠিত
রিলসে আসক্তি কমাতে ইউটিউব এনেছে নতুন ফিচার ‘শর্টস টাইমার’
ছবির ক্যাপশন: রিলসে আসক্তি কমাতে ইউটিউব এনেছে নতুন ফিচার ‘শর্টস টাইমার’

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার ব্যবহারকারীদের রিলস আসক্তি কমাতে এনেছে নতুন ফিচার ‘শর্টস টাইমার’। দীর্ঘসময় ধরে রিলস দেখার কারণে অনেক ব্যবহারকারী রাতের অন্ধকারে দিন গুনে ফেলেন, কাজের ক্ষতি হয় এবং দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করে স্বাস্থ্যেরও ক্ষতি হয়।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরা নির্ধারণ করতে পারবেন, প্রতিদিন কত সময় পর্যন্ত রিলস বা শর্টস দেখা হবে। উদাহরণস্বরূপ, ১৫ মিনিট, ৩০ মিনিট বা ১ ঘণ্টা। নির্ধারিত সময় শেষ হওয়ার পরে ইউটিউব একটি পপ-আপ বিজ্ঞপ্তি দেখাবে, যা জানাবে, সেই দিনের শর্টস ফিড স্থগিত করা হয়েছে। তবে চাইলে ব্যবহারকারী অ্যালার্ট ক্যানসেল করে আবার দেখা চালিয়ে যেতে পারবেন। ফিচারটি ব্যবহারকারীর স্বেচ্ছা ও স্ক্রিন টাইম সচেতনতা বৃদ্ধির জন্য পরিকল্পিত।

বর্তমানে এই ফিচার ইউটিউব মোবাইল অ্যাপে চালু হয়েছে। কয়েকদিনের মধ্যেই এটি বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ হবে। বর্তমানে ফিচারটি পেরেন্টস কন্ট্রোলের সঙ্গে সংযুক্ত নয়, তাই অভিভাবকরা সরাসরি সন্তানদের জন্য সময়সীমা নির্ধারণ করতে পারবেন না। তবে খুব শিগগিরই এটি পারিবারিক অ্যাকাউন্টের জন্যও চালু হবে, যা শিশুরাও রিলস আসক্তি থেকে রক্ষা পাবে।

এই নতুন ফিচারের মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিয়ন্ত্রিত স্ক্রিন টাইমের সুযোগ করে দিচ্ছে, যাতে তারা রিলসের আনন্দ উপভোগ করার পাশাপাশি দৈনন্দিন জীবনেও স্বাভাবিকতা বজায় রাখতে পারেন।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪