| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশেদ খানের দাবি: হাসিনার প্রসঙ্গে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে

  • আপডেট টাইম: 09-10-2025 ইং
  • 186356 বার পঠিত
রাশেদ খানের দাবি: হাসিনার প্রসঙ্গে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে
ছবির ক্যাপশন: রাশেদ খানের দাবি: হাসিনার প্রসঙ্গে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে

রিপোর্টার্স২৪ ডেস্ক : গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার প্রসঙ্গে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। রাশেদ খান জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিও ও ফটোকার্ডের কারণে তার বক্তব্যের মূল সারাংশ ভিন্নভাবে তুলে ধরা হয়েছে।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমরাও যেভাবে ঐকমত্য কমিশনে আচরণ করছি, মনে হচ্ছে আমরাও হাসিনার সঙ্গে হাত মিলিয়ে তার উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করছি! শেখ হাসিনা চায় আমাদের মধ্যে বিভাজন, আমরাও সেই পথে হাঁটছি। আমার বক্তব্য ছিলো এরকম! কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম-এর কথাটা বাদ দিয়ে কিছু চ্যানেল ফটোকার্ড বা ভিডিও প্রকাশ করায় আমার বক্তব্যের সারাংশ ভিন্ন বার্তা প্রকাশ করছে।

এর আগে, গতকাল রাশেদ খানের একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছেন। তবে রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়টি বোঝাতে চেয়েছেন। যা ভিন্নভাবে গণমাধ্যমে প্রকাশ হয়েছে বলে দাবি করলেন তিনি। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪