রিপোর্টার্স২৪ ডেস্ক:শাপলাকলি প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট প্রদক্ষিণ করে মিরপুর-১ বাসস্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে শাপলাকলি প্রতীক সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঢাকা-১৪ আসন থেকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার আহ্বান জানান মিরপুরের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।
এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়ার আনন্দকে স্মরণীয় করে রাখতে ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়েছে। আশা করি আগামী নির্বাচনে শাপলাকলি প্রতীকে জয়ী হয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।’
মিছিলে আরও উপস্থিত ছিলেন-এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, মহানগর সমন্বয় কমিটির সদস্য সরদার আমিরুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদ ভূঁইয়া, এনসিপির শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মিরপুর মডেল থানার প্রধান সমন্বয়কারী তানভির আহমেদ, কাফরুলের প্রধান সমন্বয়কারী সাব্বির সাকির, পল্লবী থানার প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমা প্রমুখ।
রিপোর্টার্স২৪/সোহাগ