রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্য। একইসঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। নির্বাচনের আগে এমন সমর্থন পেয়ে অস্ট্রেলিয়ান এমপিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।
শনিবার (১৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতা বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ায় অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের প্রতি আমি এবং বহু বাংলাদেশি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের বক্তব্য সর্বজনীন গণতান্ত্রিক নীতি ও বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি আন্তরিক প্রতিশ্রুতির প্রতিফলন।’
তিনি উল্লেখ করেন, ‘দেশজুড়ে সাধারণ নাগরিকরা রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা ও অবাধ–সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন। তারা চান স্থিতিশীলতা, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ।’
তারেক রহমান আরও লিখেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা, মর্যাদা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার যে আহ্বান অস্ট্রেলিয়ান এমপিরা জানিয়েছেন, তা বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন নির্বাচন হয় অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সহিংসতামুক্ত।’
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রশংসা করে তিনি বলেন, ‘প্রবাসীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উদ্বেগগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরছেন। অস্ট্রেলিয়ান সমাজে তাদের অবদান ও মাতৃভূমির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক দুই দেশের বন্ধন আরও দৃঢ় করেছে।’
তারেক রহমান আরও বলেন, ‘অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে চলেছে। বাংলাদেশের মানুষের প্রতি অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের সংহতি আমাদের স্মরণ করিয়ে দেয় গণতন্ত্রের প্রতি যৌথ বৈশ্বিক অঙ্গীকার ।’
পোস্টের শেষে তিনি একটি ফটোকার্ডও শেয়ার করেন।
রিপোর্টার্স২৪/এসসি