| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই সংবিধানে গণভোট নেই: আমীর খসরু

  • আপডেট টাইম: 08-11-2025 ইং
  • 28114 বার পঠিত
এই সংবিধানে গণভোট নেই: আমীর খসরু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের অধীনে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। “এই সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। আগামী নির্বাচনে সংসদে গিয়ে সংবিধানে গণভোট সংযোজন করা যেতে পারে, তারপরই গণভোটের সুযোগ তৈরি হবে।” 

তিনি আরও বলেন, শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে অংশ নিয়ে  “কথায় কথায় দাবি নিয়ে রাস্তায় বের হওয়া উচিত নয়। দাবিগুলো মাঠে তুলে ধরলে দেশের প্রধান রাজনৈতিক দলের কর্মসূচির সঙ্গে সংঘর্ষ সৃষ্টি হতে পারে।”

দীর্ঘ আলোচনার ফলাফল মেনে চলার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোকে সম্মান করতে হবে। যেখানে মতানৈক্য আছে, তা জনগণ ঠিক করবে।”

এ সময় তিনি অভিযোগ করে বলেন, “কিছু রাজনৈতিক দল জনগণের ভাগ্য নিজেদের হাতে নেয়ার চেষ্টা করছে।”

সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে সরকারের দায়িত্ব তা সিদ্ধান্ত নেওয়া।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের কোনো স্বাক্ষর হয়নি। সরকারের উদ্যোগে সনদ বাস্তবায়নে বিরোধ সৃষ্টি হয়েছে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪