এন্টারটেইনমেন্ট ডেস্ক: নানা নাটকীয়তার পর গত মাসের মাঝামাঝি দুধ দিয়ে গোসল করে রিয়া মণিকে তালাক দেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এর আগে নিজের ওপর হামলার ঘটনায় স্ত্রীর জড়িত থাকার অভিযোগ তোলেন আলম। হামলার ঘটনার রেশ ধরেই রিয়াকে তালাক দেন তিনি।
রিয়াকে তালাক দেওয়ার পর নিজের ফেসবুকে এক পোস্টে তিনি জানান, বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। বিয়ে নিয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলম জানিয়েছেন, এবার কলকাতার মেয়েকে বিয়ে করতে চান তিনি।
তিনি বলেন, ‘রিয়া মণি আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে ঘোরাফেরা করছিল। এমনকি থেকেও যাচ্ছিল। এলাকার বাসিন্দারা জানতে পেরে রিয়ার প্রেমিককে গণধোলাই দেয়। সেই দোষও আমার ঘাড়ে চাপানো হয়েছে। রিয়ার মনে হয়েছে, আমি লোক লাগিয়ে মার খাইয়েছি ওর প্রেমিককে। যে কারণে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
হিরো আলম যোগ করেন, ‘আমায় হাজিরার তারিখই জানানো হয়নি। তাই আদালতে হাজিরা দিতে পারিনি। কিন্তু আমি এরমধ্যেই আদালতে যাব।’
রিয়ার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে তখনই রিয়াকে তলাক দেই আমি। তারপর দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হই। আর বাংলাদেশের কোনো মেয়েকে বিয়ে করব না। এবার কলকাতার মেয়েকে বিয়ে করতে চাই।’
এর আগে রিয়ার সঙ্গে আলমের দুইবার বিচ্ছেদের ঘটনা ঘটে। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে দুইবার-ই রিয়ার সঙ্গে সম্পর্ক জুড়েছিলেন। কিন্তু এবার আর সম্পর্কে ফিরতে রাজি নন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব