রিপোর্টার্স২৪ ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজকুমার ইনস্টাগ্রামে এই সুখবর শেয়ার করেন।
দম্পতি যৌথভাবে পোস্টে লিখেছেন, ‘আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ দিয়েছেন।’ পোস্ট প্রকাশের পরই ভক্ত এবং সহকর্মীরা তাদের অভিনন্দন জানিয়েছেন।
বরুণ ধাওয়ান লিখেছেন, ‘ওয়েলকাম টু দ্য ক্লাব গাইস।’
এছাড়াও সোনম কাপুর, নেহা ধুপিয়া, ভারতী সিং ও অনিল কাপুরসহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাজকুমার ও পত্রলেখার সম্পর্কের শুরু ২০১০ সালে। দীর্ঘ প্রেমের পর তারা ২০২১ সালের ১৫ নভেম্বর চণ্ডীগড়ে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের বিশেষ আকর্ষণ ছিল পত্রলেখার ওড়না, যেখানে বাংলায় লেখা ছিল, ‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করলাম।’
রিপোর্টার্স২৪/আরকে