| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি সংসদে পর্যালোচনা করা হবে: সালাহউদ্দিন আহমেদ

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2854 বার পঠিত
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি  সংসদে পর্যালোচনা করা হবে: সালাহউদ্দিন আহমেদ
ছবির ক্যাপশন: সালাহউদ্দিন আহমেদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাষ্ট্রীয় দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের উত্থাপিত দাবিগুলো সংসদে আলোচনার মাধ্যমে পর্যালোচনা করা হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’যোগ দিয়ে তিনি বলেন, যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম পরিচয় দাবি করতে পারে না। এ বিশ্বাস বিএনপিরও।

তিনি জানান, বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে। সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। আমরা বিশ্বাস করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি শেষ নবী, তার পর আর কোনো নবী আসবেন না। যারা এরপর নবুওয়তের দাবি করে, তারা ইসলামের মৌলিক বিশ্বাসের বাইরে অবস্থান করেন।

তিনি আরও বলেন,আখেরি নবীর প্রতি ঈমান রেখে আমরা মুসলিম পরিচয়ে আবদ্ধ। এ পরিচয়কে আমরা মর্যাদা দিই। জাতি হিসেবে ঐক্য থাকলে কেউ আমাদের বিভক্ত করতে পারবে না। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়।

খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামা অংশ নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে সম্মেলনে বক্তারা কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪