রিপোর্টার্স২৪ ডেস্ক: মতিঝিলের এ জি বি কলোনিতে নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। সেখানে তার গায়ে ময়লা পানি ছুড়ে মারার অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন, আরও মারতে পারেন। সমস্যা নেই, মারেন। তিনবার মেরেছেন ময়লা পানি।’
ভিডিওতে দেখা যায়, প্রচারণার সময় হাদির ওপর অজ্ঞাত ব্যক্তিরা ময়লা পানি নিক্ষেপ করেন। এ ঘটনার পরও তিনি প্রচারণা চালিয়ে যান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
রিপোর্টার্স২৪/আয়েশা