| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ এবং গোলাগুলি

  • আপডেট টাইম: 11-09-2025 ইং
  • 299619 বার পঠিত
বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ এবং গোলাগুলি
ছবির ক্যাপশন: বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ এবং গোলাগুলি

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে স্থানীয়দের দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য আনা হয়।

আহতরা হলেন- আব্দু রহিম (৪০), মহিব্বুল্লাহ (৫০), আলি হোছেন (২৫) ও জাফর আহমদ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লবণের মাঠ নিয়ে উত্তর সরল নতুন বাজার এলাকায় কবির গ্রুপ ও মালেক গ্রুপের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরেই  সন্ধ্যা সাড়ে ৭ টায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, লবণের মাঠ নিয়ে দুপক্ষের মধ্যে আগে থেকে বিরোধ আছে। সেটা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে আছেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪