খুলনা প্রতিনিধি: সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৯ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের আদাছগি এলাকায় রাঙ্গা বাহিনী কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। ওই তথ্যের ভিত্তিতে আজ ভোর ৫টায় মোংলা কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে কোস্ট গার্ড সদস্যরা দুই ডাকাত সহযোগীকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও ১টি দেশীয় অস্ত্র। তাদের হেফাজতে থাকা ৯ জন জেলেকেও নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা জানান, তারা গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে যান। বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। সকল জেলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নাসির মোল্লা ও মিন্টু সরদার স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত জেলে, আটক ডাকাত ও জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যু-মুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা