| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাবি না মানলে সব সেবা বন্ধের হুঁশিয়ারি

  • আপডেট টাইম: 04-10-2025 ইং
  • 207779 বার পঠিত
দাবি না মানলে সব সেবা বন্ধের হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

রাজবাড়ী প্রতিনিধি: নিয়োগ-বিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন রাজবাড়ীর স্বাস্থ্য সহকারীরা।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ কর্মবিরতি শুরু হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।

কর্মবিরতির কারণে আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সকল ইপিআই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে নতুন ও নিয়মিত টিকাপ্রাপ্ত শিশুরা ভোগান্তিতে পড়ছে।

স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। নানা আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ দাবি পূরণ করেনি। তাই ১ অক্টোবর থেকে ইপিআই কার্যক্রমসহ সব ধরনের দায়িত্ব থেকে বিরত থাকতে বাধ্য হয়েছেন তারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং সব সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪