রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬৮ জন, তবে গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন, ফলে বছরজুড়ে মোট ছাড়পত্রপ্রাপ্তের সংখ্যা হয়েছে ৬০ হাজার ৭৩৭ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৬০ হাজার ৭৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুর খবর পাওয়া না যাওয়ায় চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা ২৫৯ জনে রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম