কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে ৮টার মধ্যে তাদের আটক করা হয় বলে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন নিশ্চিত করেছেন।
এ সময় নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার প্রস্তুতির সময় ২৯ জন, এছাড়া জেলার অন্যান্য এলাকায় আরও ১৫ জন নেতাকর্মী আটক করা হয়। পুলিশ তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইটসহ নাশকতার সরঞ্জাম উদ্ধার করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ধরা পড়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে