রিপোর্টার্স২৪ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে অগ্নিকাণ্ডের পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবার তার সঙ্গে বাড়তি সতর্কতার নির্দেশও দিয়েছে সংস্থাটি।
চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টহল ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখতে বলা হয়েছে।
এছাড়া, সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ও ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে বেবিচক, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জনস্বার্থে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে রাজধানীতে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওইদিন সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে