রিপোর্টার্স২৪ ডেস্ক: গত অক্টোবরে দেশে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত হয়েছেন। একই সময়ে ১,২৮০ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৫২টি দুর্ঘটনায় ৪৭ জনের প্রাণহানি ঘটে এবং আহত হন ৩০ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, অক্টোবরে মোট ৫৩২টি দুর্ঘটনা ঘটেছে সড়ক, রেল ও নৌ পথে, যেখানে ৫২৮ জনের মৃত্যু এবং ১,৩১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ১৭০টি, যার ফলে ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার প্রায় ৩৬%।
অক্টোবরে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, ১২৬টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত ও ৩৪৩ জন আহত। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা। ২০টি ঘটনায় ২৭ জন নিহত ও ৩৭ জন আহত।
রিপোর্টার্স২৪/ঝুম