| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃহস্পতিবার সারা দেশে দোকানপাট খোলা থাকবে: মালিক সমিতি

  • আপডেট টাইম: 12-11-2025 ইং
  • 17921 বার পঠিত
বৃহস্পতিবার সারা দেশে দোকানপাট খোলা থাকবে: মালিক সমিতি

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীসহ সারাদেশের বিপণি-বিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর দোকান এবং বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেছেন, একটা দলের লকডাউন কর্মসূচি, হরতাল ঘোষণা হলে তো অনেকে বন্ধ রাখে। তাই ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেজন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে একযোগে খোলা রাখার।

ঢাকায় এলাকা ভেদে বিপণি-বিতানের সাপ্তাহিক বন্ধের দিন আলাদা আলাদা হয়। বৃহস্পতিবারও অনেক এলাকায় সাপ্তাহিক ছুটি রয়েছে। তারাও কি দোকান খোলা রাখবে, এমন প্রশ্নের উত্তরে নাজমুল হাসান বলেন, যাদের সাপ্তাহিক বন্ধ, তারা বন্ধই রাখবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪