| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লকডাউনের প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

  • আপডেট টাইম: 13-11-2025 ইং
  • 16274 বার পঠিত
লকডাউনের প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘ঢাকা অচল’ লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। ভোর থেকেই নারায়ণগঞ্জ অংশে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাসের সংখ্যা কিছুটা কম দেখা গেছে।

সকালে মহাসড়কের কাচপুর সেতু, শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় ঘুরে দেখা যায়, যান চলাচল স্বাভাবিক রয়েছে। অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছেন। সকাল পর্যন্ত কোথাও কোনো নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

কর্মস্থলগামী অতুল প্রসাদ সরকার বলেন, রাতভর টিভিতে আগুনের খবর শুনে একটু ভয় পেয়েছিলাম। কিন্তু সকালে রাস্তায় এসে দেখি, সবকিছু একদম স্বাভাবিক।

অটোরিকশাচালক আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে ভালো যাত্রী পাচ্ছি। শুনেছি আওয়ামী লীগ হরতাল দিছে, কিন্তু রাস্তায় তেমন কিছুই দেখি নাই।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, আজ যানবাহনের চাপ কিছুটা কম হলেও মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যান্য দিনের মতো টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, পুরো জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, নাশকতা এড়াতে পাঁচ শতাধিক পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪