রিপোর্টার্স২৪ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে। তবে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
সকাল ৮টার দিকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে, রিকশা, অটো রিকশা, সিএনজিচালিত রিকশা, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং সরকারি গাড়ি চলাচল করছে, তবে অন্যদিনের তুলনায় সংখ্যা কম। পাবলিক পরিবহন ছিল হাতে গোনা। রমনা পার্কে প্রাতঃভ্রমণকারীর উপস্থিতি সামান্য কম ছিল। মৎসভবন, পল্টন ও কাকরাইল মোড়ে যানজট না থাকলেও অফিসগামী লোকজন বেশ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সংখ্যা নগন্য ছিল।
একই সময়ে রাজধানী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি, জানালেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার।
নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে, বুধবার দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে তার আগেই বাসটি পুড়ে যায়।
রাত পৌনে ৩টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়। রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়।
রাত সাড়ে ৩টার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আজ ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভ্যানটি পুড়ে যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রিপোর্টার্স২৪/ঝুম