| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ নিরাপত্তাকর্মী বহিষ্কার

  • আপডেট টাইম: 13-11-2025 ইং
  • 15651 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ নিরাপত্তাকর্মী বহিষ্কার
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় ফটকগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 

বহিষ্কার হওয়া নিরাপত্তাপ্রহরীরা হলেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. শাহ আলম ও মো. সেলিম; চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বে থাকা প্রহরী মো. সংগ্রাম হোসেন; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের প্রহরী মো. সাইফুল ইসলাম এবং কার্জন হলের পেছনের ফটকের  মো. আলী আহমেদ। সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি এলাকার প্রবেশদ্বারে তালা দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পরদিন বুধবার ওই পাঁচ প্রবেশদ্বারে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

এব্যাপারে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে  কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর যারা ওই প্রবেশদ্বারে তালা লাগিয়েছিল, তাদের খোঁজা হচ্ছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪