স্টাফ রিপোর্টার: রাজধানীর হাইকোর্টের সামনের সড়ক থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষা ভবনের উল্টা পাশে একটি গাছের নিচে দুটি ড্রামের একটি থেকে এই খণ্ডিত লাশ পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন ঢাকার শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। তিনি বলেন, প্রাথমিকভাবে লাশটি একজন পুরুষের বলে মনে হয়েছে। তবে নাম–পরিচয় এখনও জানা যায়নি।
তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা লাশটা ফেলে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুটি ড্রাম পাওয়া গেছে—একটিতে লাশ, অন্যটিতে চাল। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি কীভাবে ঘটেছে–তা খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব