| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নভেম্বরেই পাস হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

  • আপডেট টাইম: 13-11-2025 ইং
  • 14133 বার পঠিত
নভেম্বরেই পাস হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: চলতি নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে  জানিয়ে  বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই আইন এখন বাস্তবায়নের প্রায় শেষ পর্যায়ে, সব আনুষ্ঠানিক ধাপ পেরিয়ে আইনটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে।

‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন পাস হলে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে একটি নির্দিষ্ট সুরক্ষা কাঠামোর আওতায় আসবেন। প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি এখন অনুমোদনের অপেক্ষায়। আশা করি, এ মাসেই এটি পাস হবে।

তিনি আরো বলেন, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরো কয়েকটি গণমাধ্যমসংক্রান্ত প্রস্তাবিত আইন প্রক্রিয়াধীন আছে, যেগুলোর বাস্তবায়নও শিগগিরই হবে। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও দায়বদ্ধতা একে অপরের পরিপূরক।অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের নিজেদের ভূমিকা জোরদার করতে হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক শওকত আলী সৈকতসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক।

রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪