| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে বরগুনায় যাত্রীবাহী বাসে আগুন

  • আপডেট টাইম: 13-11-2025 ইং
  • 9550 বার পঠিত
মধ্যরাতে বরগুনায় যাত্রীবাহী বাসে আগুন

রিপোর্টার্স২৪ডেস্ক : বরগুনার আমতলী উপজেলায় সড়কের পাশে পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা দিকে আমতলী উপজেলার বাঁধঘাট চৌরাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে স্বর্ণা পরিবহন নামের পার্কিং করে রাখা বাসে কে বা কারা আগুন দেয়। মধ্য  রাতে হঠাৎ ওই বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে মুহুর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোঃ আবু হানিফ বলেন, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। বাসের ভিতরে কেউ না থাকায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি গভীর রাতে হওয়ায় বাসটির প্রায় ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪