| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিহারে এনডিএ’র ভূমিধস জয়, মোদির নজর এখন পশ্চিমবঙ্গের নির্বাচনে

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 3327 বার পঠিত
বিহারে এনডিএ’র ভূমিধস জয়, মোদির নজর এখন পশ্চিমবঙ্গের নির্বাচনে
ছবির ক্যাপশন: বিহারে এনডিএ’র ভূমিধস জয়, মোদির নজর এখন পশ্চিমবঙ্গের নির্বাচনে

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিধানসভা নির্বাচনে যে বিপুল সাফল্য পেয়েছে, তা ভারতের জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। আর সেই বিজয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছেন। পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ। তাঁর দাবি, বিহারের জয়ের ধারাই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিজয়ের পথে এগিয়ে নেবে।

বিহারের ২৪৩ আসনের বিধানসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুই দফায়। প্রথম ধাপে ৬ নভেম্বর ১২১টি আসনে এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর বাকি ১২২টি আসনে ভোট হয়। দুই দফায় মিলিয়ে গড়ে প্রায় ৬৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা সাম্প্রতিক নির্বাচনের তুলনায় বেশ উঁচু হার।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তায় ভোটগণনা শুরু হয়। রাত পর্যন্ত গণনা শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। দেখা যায়, ২৪২টি আসনের ঘোষিত ফলাফলের মধ্যে ২০২টিতে জয় তুলে নিয়েছে বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট। বিপরীতে কংগ্রেস ও আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫টি আসন। অপর ছয়টি আসন ভাগ যায় অন্য দলগুলোর মধ্যে।

এনডিএ জোটের সবচেয়ে বড় শক্তি বিজেপি একাই জিতেছে ৮৯টি আসনে। প্রধান মিত্র নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে ৮৫টি আসন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পার্টি পেয়েছে ৫টি আসন।

এবারের নির্বাচনে ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিকে ঘিরে বাড়তি আগ্রহ ছিল। কিন্তু প্রত্যাশার তুলনায় বড় ব্যর্থতা নিয়েই ফিরেছে দলটি একটি আসনও পায়নি। বিপরীতে ‘ডার্ক হর্স’ হিসেবে আলোচনায় উঠে এসেছে আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মিম। বিহারে তারা পেয়েছে ৫টি আসন, যা নির্বাচনের অন্যতম চমক।

বিজয়োত্তর প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদি সরাসরি বলেছেন, “বিহারের জনগণ সংখ্যালঘু তোষণের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন। নারী ও তরুণ ভোটাররাই এনডিএকে বিজয়ী করেছেন। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতেও পরিবর্তন আসছে।

তিনি আরও বলেন, যেভাবে গঙ্গা বিহার থেকে বাংলায় প্রবাহিত হয়, ঠিক সেভাবেই বিহারের এই বিজয় পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইয়ে দেবে। ২০২৬ সালে বাংলার মানুষ জঙ্গলরাজ থেকে মুক্ত হবে। এই আস্থা আমি দিচ্ছি।

ভারতের রাজনীতিতে বিহারের ফলাফল নতুন উদ্দীপনা যোগ করেছে এনডিএ শিবিরে, আর আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই এখন নতুন রাজনৈতিক অঙ্ক কষছে বিজেপি। সূত্র : এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪