| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ১১ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ১২

  • আপডেট টাইম: 16-11-2025 ইং
  • 1245 বার পঠিত
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ১১ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ১২

রিপোর্টার্স২৪ ডেস্ক : ইন্দোনেশিয়ার সিলাচাপে ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানায়, এখনো অন্তত ১২ জন নিখোঁজ রয়েছে এবং তাদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

দুর্যোগটি ঘটে বৃহস্পতিবার। ভূমিধসে প্রায় এক ডজন ঘরবাড়ি মাটিচাপা পড়ে। সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অনেক মানুষের ওপর ৮ মিটার (প্রায় ২৫ ফুট) গভীর পর্যন্ত মাটি চাপা পড়ে। এখন পর্যন্ত উদ্ধার করা ১১ জনের মধ্যে গতকাল তিনজন এবং শনিবার আরও আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বর্ষাকাল সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত স্থায়ী হওয়ায় এ সময় ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। চলতি বছরের শুরুতে প্রবল বর্ষণে সেন্ট্রাল জাভার পেকালংগানে আরেকটি ভয়াবহ ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪