| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেক্সিকোতে প্রেসিডেন্টবিরোধী জেন-জি বিক্ষোভ, আহত ১২০

  • আপডেট টাইম: 16-11-2025 ইং
  • 763 বার পঠিত
মেক্সিকোতে প্রেসিডেন্টবিরোধী জেন-জি বিক্ষোভ, আহত ১২০

রিপোর্টার্স২৪ ডেস্ক : মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে শনিবার (১৫ নভেম্বর) বিক্ষোভ-সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য।

স্থানীয় সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, ‘জেনারেশন জেড’ বা জেন-জির তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সহিংসতা ও সরকারের নিরাপত্তা নীতির বিরোধিতা জানিয়ে বিক্ষোভের ডাক দেয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

নিরাপত্তাপ্রধান পাবলো ভাজকেজ জানান, কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর কিছু বিক্ষোভকারী মুখ ঢেকে সহিংসতা শুরু করেন। এতে ১০০ পুলিশ আহত হন, ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ জন বিক্ষোভকারীও আহত হন।

সহিংসতার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজনের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগও রয়েছে। বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হলে পুলিশ টিয়ার গ্যাস ও অগ্নিনির্বাপক ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪