রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৩৩ কোটি ডলারের অস্ত্রসহ যুদ্ধবিমান ও যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বড় অস্ত্র লেনদেন, যা তাইপের কৃতজ্ঞতা ও বেইজিংয়ের ক্ষোভ ডেকে এনেছে।-খবর রয়টার্সের
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রি তাইওয়ানের এফ-১৬, সি-১৩০সহ অন্যান্য বিমান বহরের আভিযানিক প্রস্তুতি বজায় রাখতে এবং বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি ওয়াশিংটনের নিয়মিত সামরিক সহায়তার ধারাবাহিকতা।
এদিকে চীন অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে তাদের মূল স্বার্থের জন্য ‘রেড লাইন’ হিসেবে দেখছে। তাইওয়ান-যুক্তরাষ্ট্র নিরাপত্তা অংশীদারিত্বের গভীরতা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিক্রয় প্রক্রিয়া এক মাসের মধ্যে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে