রিপোর্টার্স২৪ ডেস্ক: গণভোটে প্রস্তাবিত চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে ভোটাররা ‘না’ মতামত জানাবে কোথায়-এ প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গোঁজামিল দিয়ে কিছু করলেও তা টেকসই হয় না। দেশের ৯০ ভাগ মানুষ যদি গণভোটের উদ্দেশ্যই না বোঝে, তাহলে মানুষ সেই অন্ধকারেই থেকে যাবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, গণভোটের প্রশ্নগুলো এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেখানে মানুষের দ্বিমত জানানোর সুযোগ নেই। চারটি প্রশ্নেই একমত হতে না পারলে জনগণ তাদের মতামত কীভাবে দেবে, তা স্পষ্ট নয়, বলেন তিনি।
তিনি আরও জানান, সারাদেশে মানুষ নানাভাবে দুর্ভোগে পড়লেও রাষ্ট্রের কার্যকর ভূমিকা নেই। স্বাধীনতার পর থেকেই সেবামূলক কাজে সরকারের দায়িত্বশীলতা তেমন চোখে পড়ে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদকে আরও স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপন করা উচিত ছিল বলে মন্তব্য করে রিজভী বলেন, জুলাই সনদ সঠিকভাবে জনগণের সামনে উপস্থাপিত হয়নি।
ভারত থেকে বিপুল অর্থে নাশকতার চেষ্টা করা হচ্ছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। শেখ হাসিনার বিচার আদালতের বিষয় জানিয়ে তিনি বলেন, মানুষ হত্যার সুষ্ঠু বিচার জনগণ চায়।
দেশের পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে ঘোলাটে করার চেষ্টা চলছে দাবি করে রিজভী আরও বলেন, পতিত স্বৈরাচার পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে। ঢাকা-গাজীপুরসহ বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোসহ যেসব ঘটনা ঘটছে-এগুলো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে