| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকে আ. লীগের পক্ষে পোস্ট, ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2913 বার পঠিত
ফেসবুকে আ. লীগের পক্ষে পোস্ট, ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি: নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে আটক করা হয় সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদকে।

জানা যায়, সকাল ৯টা থেকে অনুষদ ভবনের নিচতলায় তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন সাগর। দুপুর নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ভবনের সামনে অবস্থান নেন এবং তাকে আটক করতে পরীক্ষা হলের সামনে অপেক্ষা করেন। পরীক্ষার পর শিক্ষার্থীরা সাগরকে আটক করার চেষ্টা করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সাগর নিয়মিত নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে আসছেন। সর্বশেষ ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করতে আহ্বান জানানো এবং ‘নো নৌকা নো ভোট’ হ্যাশট্যাগে প্রচারণা চালানোর পোস্ট দেন তিনি। তাদের দাবি, সাগর কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা।

অভিযোগ অস্বীকার করে সাগর আহমেদ বলেন, “ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি সত্য। আমার পরিবার আওয়ামী লীগ করে। তবে আমি ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে কোথাও রাজনীতিতে জড়িত নই। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে অতীতেও নির্যাতনের শিকার হয়েছি, এখনো হচ্ছি। আমি পূর্বেও ক্লাস করেছি। আজ পরীক্ষা দিতে এলে তারা আমাকে আটক করে।”

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, “সাগর বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪