| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচারকের ছেলেকে হত্যায় লিমনের পাঁচ দিনের রিমান্ড

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2673 বার পঠিত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের পাঁচ দিনের রিমান্ড
ছবির ক্যাপশন: হত্যা মামলার আসামি লিমন মিয়াকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় প্রবেশ করে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মামুন রশিদের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান। তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন লিমনকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেয়। এরপর পুলিশ তাকে আদালতে হাজির করে। দুপুর পর্যন্ত তাকে আদালতের হাজতে রাখা হয় এবং বেলা দুইটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ডের পর তাকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে চাঞ্চল্যকর এই হত্যা ও হত্যাচেষ্টার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় আকস্মিকভাবে প্রবেশ করে লিমন মিয়া। সে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করে এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে আহত করে। ধস্তাধস্তির সময় হামলাকারী লিমন মিয়াও আহত হয়। পরে বিচারকের স্ত্রী ও লিমনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর শুক্রবার বিচারক মোহাম্মদ আব্দুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি পূর্বপরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শুক্রবার রাতে নিহত তাওসিফ রহমান সুমনের লাশ বিচারকের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পুবলদিঘা ইউনিয়নের রুদ্রবয়রা চকপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪