রিপোর্টার্স২৪ ডেস্ক: হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার জেরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শ্রমিকদের হামলায় সরকারি বিএম কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে সংঘর্ষ শুরু হয়ে রাত সোয়া ৯টা পর্যন্ত উত্তেজনা অব্যাহত থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে পুরো বাসস্ট্যান্ড এলাকা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
বিএম কলেজ ছাত্রনেতা রাজু জানান, বিকেলে হিজলা থেকে ‘সোহান হাওলাদার’ পরিবহনের বাসে ফেরার সময় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবু বক্কর হাফ ভাড়া দিতে চাইলে বাসের সুপারভাইজার ও হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার ও লাঞ্ছিত করেন। বিষয়টি কলেজ শিক্ষার্থীদের জানালে তারা সন্ধ্যায় নথুল্লাবাদে গিয়ে প্রতিবাদ করেন; তখন শ্রমিকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডজুড়ে ব্যাপক ভাঙচুর চালায়। একাধিক কাউন্টার এবং পার্কিং করা বহু বাস ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগও করা হয়েছে।
শ্রমিকরা দাবি করেছেন, শিক্ষার্থীদের হামলায় তাদের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং অর্ধশতাধিক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত শ্রমিক ও শিক্ষার্থীদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনে হাফ ভাড়া কার্যকর হয় না। শিক্ষার্থী পূর্ণ ভাড়া দিতে না চাইলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে শতাধিক শিক্ষার্থী টার্মিনালে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ২০ জনের বেশি শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, কয়েক হাজার শিক্ষার্থী টার্মিনালজুড়ে তাণ্ডব চালিয়েছে। তারা ভবন ভাঙচুরেরও চেষ্টা করেছে। এখনো কতটি বাস ভাঙচুর বা পুড়েছে এবং কত শ্রমিক আহত হয়েছেন, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম বলেন, হাফ ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকটি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে কাজ করছে।
রিপোর্টার্স২৪/এসসি