| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

  • আপডেট টাইম: 16-11-2025 ইং
  • 972 বার পঠিত
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বরিশাল প্রতিনিধি: বরিশালে ছাত্র-শ্রমিক সংঘর্ষ ও বাস ভাঙচুরের প্রতিবাদে রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীরা বিনা উসকানিতে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে অসংখ্য বাস ও কাউন্টার ভাঙচুর করেছে। মালিকদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, এই ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার না হলে বাস চলাচল বন্ধ থাকবে।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংকট সমাধানের চেষ্টা করছেন।

উল্লেখ্য, শনিবার (১৫ নভেম্বর) হাফ ভাড়া নিয়ে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের সময় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে নুর পরিবহন নামে একটি বাসে অগ্নিসংযোগ ও প্রায় অর্ধশত বাস ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় অর্ধশত ছাত্র ও শ্রমিক আহত হন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪