| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2089 বার পঠিত
সাভারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাভারে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসে থাকা চালক লাফিয়ে বের হয়ে প্রাণে রক্ষা পান।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে এ অগ্নিকাণ্ড ঘটে।

বাসের চালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। শ্রমিকদের নামিয়ে রাতের বেলায় বাসটি গেন্ডা ইউটার্ন এলাকায় পার্ক করা ছিল। রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন লাগে। তিনি ঘুমিয়ে ছিলেন, হঠাৎ তাপে জেগে উঠে দ্রুত লাফিয়ে বাস থেকে নেমে আসেন।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তে জানা যাবে।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, বাসের পেছনের অংশ থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪