| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 1633 বার পঠিত
মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া

মোবারক হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আব্দুর জব্বার (মেম্বার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর শনিবার বিকেলে মানিকছড়ি তিনটহরী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনটহরী যুব স্পোর্টিং ক্লাব ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান।

উদ্বোধনী খেলায় ট্রায়বেকারে মানিকছড়ি যোগ্যাছোলা একাদশ ৪-২ গোলে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে। আয়োজক কমিটি জানিয়েছে, মানিকছড়ি উপজেলার মোট ১৪টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সমাপনী ম্যাচের মাধ্যমে  সমাপ্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সাধারণ সম্পাদক এম. এন. আবসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, মানিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক মো: হাবিববুর রহমান, সদস্য সচিব মীর হোসেন ও খাগড়াছড়ি জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪