| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো নিরপরাধ খোকন এনসিপির প্রার্থী

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 1596 বার পঠিত
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো নিরপরাধ খোকন এনসিপির প্রার্থী

রিপোর্টার্স২৪ডেস্ক : জুলাই আন্দোলনে মুখমণ্ডলে গুরুতর আঘাত পাওয়া খোকন চন্দ্র বর্মন নির্বাচনে অংশ নেবেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মনোনয়ন ঘোষণা করা হয়। 

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। 

খোকন পেশায় একজন গাড়িচালক ছিলেন। গুলিতে তার ঠোঁট, মাড়ি, নাক-মুখের অংশের মাংস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায়ও তিনি একজনের সহায়তায় দাঁড়ান এবং নিজের মুঠোফোনে আঙুলের ছাপ দিয়ে লক খুলে বড় ভাই খোকা চন্দ্র বর্মণকে খবর দেন।

খোকন থাকতেন যাত্রাবাড়ীতে, আর খোকা থাকতেন মহাখালীর সাততলা বস্তিতে পরিবারের সঙ্গে। ঘটনার সময় দুই ভাই একই কোম্পানিতে গাড়ি চালাতেন। খোকনের বাবা কিনা চন্দ্র বর্মণ রাজধানীর একটি হাসপাতালে শাকসবজি, মাছ-মাংস সরবরাহ করেন। মা রীনা রানী দাস বাসায় গৃহকর্মীর কাজ করেন। ছোট ভাই শুভ চতুর্থ শ্রেণিতে পড়ছে। খোকন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

বর্তমানে খোকন মস্কোতে দ্বিতীয় ধাপের ফেস রিকন্সট্রাকশনের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

উল্লেখ্য, শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪