রিপোর্টার্স২৪ডেস্ক : শনিবার ১৫ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ওই আন্দোলনের সময় সরকার দুই মাস ধৈর্য ধরেছিল। তখন বিভিন্ন কর্মকর্তার বিষয়ে নানা অভিযোগ আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো নিয়ে নেতিবাচক চিন্তা করা হয়নি। একটা বিষয়ে বিবেচনা করা হতো যে, এই চাকরির ওপরই তাদের রুটি-রুজি নির্ভর করে। তবুও যা হয়ে গেছে সেটি নিয়ে কিছু ইতিবাচক চিন্তা করা হবে। কারণ কাজের পরিবেশ ভালো না থাকলে কর্মস্পৃহা কমে যাবে।
এনবিআর দুই ভাগ করা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে করেছেন অর্থ উপদেষ্টা । তিনি বলেছেন, যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করা হবে।
বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ। অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনবিআরের সদস্য মোতাসিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করা নিয়ে চলতি বছরের মে-জুন টানা দুই মাস কলম বিরতি, কমপ্লিট শাটডাউনসহ নানা কর্মসূচি পালন করে। ওই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, যারা আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল না কিন্তু বহিষ্কৃত হয়েছেন-এমন কর্মকর্তাদের সাধারণ ক্ষমা করার পক্ষে কিছু কর্মকর্তা দেন-দরবার চালিয়ে যাচ্ছেন।
কর আদায়ের ক্ষেত্রে করদাতারা যাতে বৈষম্যের শিকার না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, করদাতাদের সঙ্গে নম্র-ভদ্রভাবে কথা বলা যায় সেটাই ভালো। অন্যায়ভাবে কর আদায় করা যাবে না। ভ্যাট ও কর আদায়ে দক্ষতা দরকার। তবে সবচেয়ে বেশি দরকার সততা ও স্বচ্ছতা। ব্যবসায়ীরা তো সব সময় চাইবে কর ফাঁকি দিতে। এটা দক্ষতা ও সততার সঙ্গে মোকাবিলা করতে হবে।
রিপোর্টার্স২৪/বাবি